শুক্রবার, ৩ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধুর খুনি জেনারেল জিয়া : এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধুর খুনি জেনারেল জিয়া : এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ‘বিএনপি ‘পঁচাত্তরের হাতিয়ার’ শ্লোগান দিয়ে প্রমাণ করেছে যে পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকান্ড ঘটিয়েছে জিয়াউর রহমান।
বিএনপি-জামাত আন্দোলনের নামে আগুন–সন্ত্রাস করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে রাজপথেই তার জবাব দেওয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথকে ভয় পায় না, আওয়ামীলীগ রাজপথের দল।
শুক্রবার সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে এমপি শাওনের নের্তৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।