বৃহস্পতিবার, ২ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে দশ লক্ষ টাকা ব্যয়ে উন্নত ও আধূনিক মানের বেঞ্চ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেঞ্চ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এদিন উপজেলা প্রকৌশলের বাস্তবায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় উপজেলার ৪টি প্রতিষ্ঠানে ১৫৮ সেট বেঞ্চ বিতরণ করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো; নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়, গজারিয়া দাখিল মাদ্রাসা, দেবীরচর দাখিল মাদ্রাসা ও হোসনে আরা পৌর মাধ্যমিক বিদয়ালয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপ সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামসহ আরও অনেকে।