বুধবার, ১ জুন ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ২০০ পিচ ইয়াবাসহ আটক-১ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ২০০ পিচ ইয়াবাসহ আটক-১ || লালমোহন বিডিনিউজ
লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ২০০ পিস ইয়াবাসহ মোঃ নিরব (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল 8 টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর লেঙ্গুটিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। নিরব লেঙ্গুটিয়া গ্রামের মোহাম্মদ আলি মাতব্বরের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই নুর উদ্দিন, এএসআই হাসান, নাঈম, হাবিব, বাশারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড লেঙ্গুটিয়া গ্রাম থেকে নিরকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০০পিস ইয়াবা উদ্ধার করেন তারা।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ রহমান মুরাদ বলেন, আটককৃত নিরব এর বিরুদ্ধে লালমোহন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আজও তাকে দুইশত ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।