রবিবার, ২৯ মে ২০২২
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘ইভিএম পরীক্ষার চ্যালেঞ্জ নিতে কমিশন প্রস্তুত’ : নির্বাচন কমিশনার || লালমোহন বিডিনিউজ
‘ইভিএম পরীক্ষার চ্যালেঞ্জ নিতে কমিশন প্রস্তুত’ : নির্বাচন কমিশনার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে। এ বিষয়ে যেকোনও চ্যালেঞ্জ নিতে কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
তিনি বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ইস্যুতে রাজনৈতিক দলের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে। তাদের বিশেষজ্ঞরা ইভিএম পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। বিশেষজ্ঞরা একটি ত্রুটি ধরতে পারলেও ইভিএম নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।’
রবিবার সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
ইভিএম এর বিষয়ে কমিশন যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন ইসি আনিছুর।
জাতীয় নির্বাচন নিয়ে আগামী দুই তিন মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বা মহলের পক্ষ থেকে চাপ নেই।’
এর আগে, সিলেটের বিয়ানীবাজাটে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিয়ে মতবিনিময়ে সুষ্ঠু ভোটের আশ্বাস দেন নির্বাচন কমিশনার।
রবিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে মতবিনিময় সভায় সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদসহ সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।