বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে ‘পানিতে ডুবে শিশুর মৃত্যু’ প্রতিরোধে সচেতনতামূলক সভা’ অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্ক এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
সভায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে ‘শিশুদের পুকুর, খাল, বিল, নদী-নালার কাছাকাছি যেতে না দেয়া, শিশুদের কে সবসময় বড়দের তত্ত্বাবধানে রাখা, শিশুরা যাতে বাথরুমের বাথটাবে যেতে না পারে তাই বাথরুমের দরজা বন্ধ রাখা এবং শিশুদের কে সাঁতার শেখানোসহ নানাবিধ আলোচনা তুলে ধরেন বক্তারা।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ জহিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ’র সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ পৌরসভার কাউন্সিলরগণ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ।
উল্লেখ্য, চলতি বছরে লালমোহন থানায় ১৭টি অপমৃত্যুর মামলা দায়ের হয়, এরমধ্যে ৯টি পানিতে ডুবে অপমৃত্যুর মামলা।