মঙ্গলবার, ২৪ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আনসার-ভিডিপির আধুনিকায়নে নানা উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী : এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
আনসার-ভিডিপির আধুনিকায়নে নানা উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী : এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মহান মুক্তিযুদ্ধে অন্যান্য বাহিনীর মত আনসার-ভিডিপির সদস্যদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এ বাহিনীর অনেক সদস্য শাহাদাত বরণ করেছিলেন। বর্তমানেও দেশের বিভিন্ন দুর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে আনসার ও ভিডিপি। সেই আনসার ভিডিপিকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে দেশের ১২ হাজার আনসার সদস্যকে স্থায়ী করেছেন তিনি।
সোমবার সকালে লালমোহন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় আয়োজিত উপজেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরে উপজেলার আনসার ও ভিডিপির সদস্যদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাকসুদুর রহমান মুরাদ, আনসার-ভিডিপির ভোলা জেলা কমান্ডেন্ট আহসান উল্লাহ ও উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।