সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ‘বাংলাদেশ রবিদাস ফোরাম’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ‘বাংলাদেশ রবিদাস ফোরাম’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনগ্রসর জনগোষ্ঠীর সংগঠন ‘বাংলাদেশ রবিদাস ফোরাম’ (বিআরএফ) এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার সকালে লালমোহন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে সংগঠনটির লালমোহন শাখার সভাপতি ধীরেন রবিদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রবিদাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বিআরএফ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব রবিদাস কমল প্রমূখ।
উল্লেখ্য, বাংলাদেশের রবিদাস (চর্মকার/পাদুকা শিল্পী) ও ঋষি সম্প্রদায়ের মানুষেরা চামড়া ও পাদুকা শিল্পের সাথে যুক্ত। তারা কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ, পাকা চামড়া দিয়ে জুতা প্রস্তুতকরণ ও পুরোনো জুতা মেরামতের কাজে নিয়োজিত।