সোমবার, ২৩ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত || লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ”বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়েসহ নানাবিধ সামাজিক অপরাধরোধে ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন থানার আয়োজনে সোমবার সকালে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল হক।
বিট পুলিশিং সভায় উপস্থিত স্থানীয় জনসাধারণের মাঝে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, জুয়া, মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার ক্রাইমসহ নানাবিধ সামাজিক অপরাধ নিরসনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন বক্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সাধারণ সদস্য প্রাথী জুন্নুর রহমান, দিদারুল ইসলাম, ইউনুস দালাল, নুরুন্নবীসহ রায়চাঁদ বাজার ব্যবসায়ী সমিতির নের্তৃবৃন্দরা।