রবিবার, ২২ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধু কন্যার নের্তৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল : এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধু কন্যার নের্তৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল : এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নের্তৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রােল মডেল হিসেবে পরিচিতি অর্জন করেছে। মেগা প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়ন শেখ হাসিনার দ্বারাই সম্ভব। বৃহত্তর পদ্মা সেতূ, মেট্রোরেল, কর্ণফুলী টানেল নির্মাণই তার অন্যতম উদাহরণ।
রবিবার বিকেলে হরিগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন শাখা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এসময় জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও কবুতর এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন।
সম্মেলনে মোঃ আবদুল হান্নান মাস্টার কে সভাপতি ও মোঃ জসিম উদ্দিন কে সাধারণ সম্পাদক করে চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ আবদুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।