শনিবার, ২১ মে ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গৃহবধূর মরদেহ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহনে গৃহবধূর মরদেহ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে আকলিমা বেগম (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ মে) দুপুর পৌনে দুইটার উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়চাঁদ গ্রামের মৌলভী বাড়িতে স্বামীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আকলিমা বেগম ওই বাড়ির মৃত আজহার মিয়ার ছেলে মোঃ জাকিরের স্ত্রী ও চরফ্যাশন পৌরসভার স্টাফ মোঃ মাকসুদের কন্যা।
আকলিমার বাবা মোঃ মাকসুদ জানান, আকলিমা ঢাকায় গার্মন্টস এ চাকরি করতো। জাকিরও তার আগের স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ঢাকায় একই এলাকায় থাকতো। এতে উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে উঠে।
এদিকে জাকিরের প্রথম স্ত্রী তার সন্তানদের রেখে অন্যত্র চলে গেলে গত ২০ রমজান আকলিমাকে বিবাহ করে এবং তাকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতো জাকির। আজ সকালে জাকিরের পাশের বাড়ির একলোক মেয়ের মৃত্যুর খবর দিলে এসে মেয়ের মরদেহ দেখতে পাই। এখানে এসে জানতে পারি, আকলিমা ঘরের আঢ়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছিল বলেও জানান মোঃ মাকসুদ।
এদিকে এ ঘটনার পর থেকে আকলিমার স্বামী মোঃ জাকির পলাতক রয়েছেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলায় প্রেরণ করা হবে।