শুক্রবার, ২০ মে ২০২২
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ৬৫ দিনের নিষেধাজ্ঞার প্রথমদিন || লালমোহন বিডিনিউজ
৬৫ দিনের নিষেধাজ্ঞার প্রথমদিন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাঁকখালী নদীর মোহনায় এসে নোঙর করেছে সমুদ্র থেকে ফিরে আসা শত শত মাছ ধরার নৌকা। উপকূলে বসে বেকার সময় পার করছেন তারা। জীবিকা নির্বাহের অন্য কোনো পথ না থাকায় এসব জেলেদের মধ্যে ভর করেছে দুঃশ্চিন্তা।
জেলেরা বলছেন, টানা ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকলে পরিবার নিয়ে তাদের অনাহারে থাকতে হবে। কারণ নিষেধাজ্ঞার সময়ে সরকারি যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয় সেসব সুবিধা সঠিকভাবে পৌঁছায়না তাদের কাছে। আবার অনেক জেলের কাছেই নিবন্ধনপত্র না থাকায় তারা থেকে যান সাহায্য না পাওয়ার তালিকায়।
জেলা ফিশিং বোট মালিক সমিতির তথ্যমতে, সাগরে ৬৫ দিনের এই নিষেধাজ্ঞায় কক্সবাজার উপকূলে ফিরেছে ৭ হাজারের বেশি মাছ ধরার নৌকা। নিষেধাজ্ঞা মেনে ফিরে আসা জেলেদের জন্য নির্ধারিত সরকারি সাহায্য সঠিকভাবে বিতরণের বিষয়ে জোর দেন তারা। এর পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জেলেরা যাতে বাংলাদেশের জলসীমায় এসে মাছ ধরতে না পারে সে বিষয়েও সজাগ দৃষ্টি দিতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
কক্সবাজার জেলা মৎস্য বিভাগ জেলেদের সরকারি সাহায্য যথাযথভাবে বণ্টন করার বিষয়ে আশ্বাস দিয়ে জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যেই জেলার ৬৩ হাজার নিবন্ধিত জেলের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেয়া হবে। একই সাথে নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও ভাবছেন তারা।
উল্লেখ্য, মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী, বঙ্গোপসাগরে প্রতিবছর ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ রাখা হয়। ২০১৫ সাল থেকে চালু হয়েছে এই নিষেধাজ্ঞা। শুরুতে শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রলার নিষেধাজ্ঞার আওতায় থাকলেও ২০১৯ সাল থেকে সব ধরণের নৌযানকে এই নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়। সরকার এই নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্যসহায়তা দিয়ে থাকেন।