মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সম্পূর্ণ সরকারি অর্থায়নে নির্মাণ হচ্ছে পদ্মাসেতু : প্রধানমন্ত্রী || লালমোহন বিডিনিউজ
সম্পূর্ণ সরকারি অর্থায়নে নির্মাণ হচ্ছে পদ্মাসেতু : প্রধানমন্ত্রী || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : পদ্মা সেতু নিয়ে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নির্মাণে এক টাকাও ঋণ নেই। তা নির্মাণ হচ্ছে সম্পূর্ণ সরকারি অর্থায়নে।
সকালে মন্ত্রী পরিষদের বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তা বিবেচনায় অর্থ খরচের ক্ষেত্রে দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বাজারের কথা উল্লেখ করে তিনি বলেন যুদ্ধ এবং করোনার কারণে দেশে মূল্যস্ফীতি বেড়েছে , তাই জিনিসপত্রের দাম একটু বাড়বেই। তাই নাগরিকদের অর্থ খরচে সতর্ক হওয়ার পরামর্শ তার।
প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু নিয়ে অনেক কথা। তারপর এলো পদ্মাসেতুর রেল লাইন, বলা হচ্ছে ৪০ হাজার কোটি টাকা দিয়ে করার কি দরকার ছিল? কারা চড়বে…? আমি অপেক্ষা করছি, রেললাইন যখন চালু হবে তখন তারা (সমালোচনাকারীরা) চড়ে কিনা? এই মানুষগুলোকে আমার মনে হয় ধরে নিয়ে দেখানো দরকার হবে, রেল সেতুতে মানুষ চড়ে কিনা?’
আওয়ামীলীগ সরকার আছে বলেই বর্তামান পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে মন্তব্য করে, প্রধানমন্ত্রী। জানান, অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে।
পদ্মা একটি খরস্রোতা নদী জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদীর মধ্যে রয়েছে আমাজন এবং পদ্মা। সেই নদীর উপর রেললাইন দিচ্ছি। রেল লাইন নিয়েও তাদের সমালোচনা যে, এতো টাকা কেন খরচ করা হলো? কিন্তু এই একটা সেতু নির্মাণ হওয়ার পর দক্ষিণাঞ্চলের যে আমাদের জেলাগুলি-অঞ্চলগুলি আছে সেখানে যে অর্থনীতির গতিশীলতা আসবে, এই মানুষগুলোর চলাচল, পণ্য পরিবহন থেকে শুরু করে সর্বক্ষেত্রে। সেটা তারা একবার ভেবে দেখেছে? এই রেলসেতু তো মোংলা পোর্ট পর্যন্তই সংযুক্ত হচ্ছে। ভবিষ্যতে পায়রা পোর্ট যখন আমরা করবো, পায়রা পোর্ট পর্যন্ত যাতে সংযুক্ত হয়, সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি। কিন্তু সেটার এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন নেই বলে আমরা একটু ধীর গতিতে যাচ্ছি।’
পদ্মা সেতু নিয়ে এবং এর রেললাইনের অর্থায়নের সমালোচনার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, পদ্মা সেতুর অর্থায়নে কোন ঋণ নেই। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে পরিবর্তন আসবে। যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ সরকারি কোষাগারের অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে।
‘এমনকি আমরা যখন স্যাটেলাইট উৎক্ষেপণ করলাম, তখনও তারা বলছে এটার কি দরকার ছিল? যাই করবেন তাতেই বলবে, এটার কি দরকার ছিল? তাদের জন্য দরকার না থাকতে পারে, কিন্তু আমার দেশের মানুষের জন্য দরকার আছে। তবে আমি মনে করি, আমাদের করা সব সুযোগ-সুবিধা ব্যবহারও করবেন, আবার সমালোচনাও করে মানুষকে বিভ্রান্ত করবেন। এটা বাংলাদেশের মানুষ কিন্তু জানে। আর বাংলাদেশে কতগুলি নাম আর চরিত্র আছে, এদের আমরা চিনি’, বলেন শেখ হাসিনা।
২০২২-২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি।