শনিবার, ১৪ মে ২০২২
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ৪ দোকানীর জরিমানা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ৪ দোকানীর জরিমানা || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে সয়াবিন তেল মজুদ, পূর্বের দর ঘষামাজা করে বেশি দামে বিক্রির কারণে ৪ দোকানীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান। দোকানগুলো হলো, রবিণ বাণিজ্য বিতান, মতিন স্টোর, মা স্টোর ও হাওলাদার স্টোর। হাওলাদার স্টোর থেকে প্রায় ৩শ লিটার সয়াবিন তেল উদ্ধার করে ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান বলেন, সয়াবিন তেল মজুদ রেখে হাওলাদার স্টোরের মালিক জানায় ” তিনি তেল বিক্রি করতে পারছেন না, তাই গোডাউনে ফেলে রেখেছেন” । পরে ঘণ্টাখানেকের মধ্যে ওই তেল ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।