মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জঙ্গি বিএনপিদের সঙ্গে কোনো আলোচনা নয় – নাসিম
জঙ্গি বিএনপিদের সঙ্গে কোনো আলোচনা নয় – নাসিম
লালমোহন বিডিনিউজ ,সাইফ বাবলু ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়। আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে বিশ্বাস করে। রাজনীতির মধ্য দিয়েই সকল ষড়যন্ত্রও মোকাবেলা করা হবে।
মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণপ্রকৌশল দিবস-২০১৫ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের একটিই লক্ষ্য, তা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার কার্যকর করা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান একাত্তরের খুনিদের প্রশ্রয় দিয়েছিলেন। এখন খালেদা জিয়া যুদ্ধপরাধীদের বাঁচাতে নানা ফন্দি আঁটছে। খালেদার পরম বন্ধু ঘাতক জামায়াত-শিবির। সুতরাং তার (খালেদার) সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, সংলাপ এখন অনেক সস্তা কথা। এমন সস্তা কথা দিয়ে রাজনীতি হয় না। দেশের উন্নয়ন হয় না। সরকার গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা করছে এবং আগামী নির্বাচন সেভাবেই হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মঈন উদ্দীন খান বাদল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।