বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন || লালমোহন বিডিনিউজ
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে কয়েকজন ইউপি সদস্যের মিথ্যে, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করছে, এমন অভিযোগে প্রতিবাদ ও মানববন্ধন করেছে ওই এলাকার সাধারণ জনগণ।
বৃহস্পতিবার সকাল ১১টায় ফরাজগঞ্জবাসীর আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে একটি মহল মিথ্যে বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করছে কয়েকজন ইউপি সদস্য। এলাকার উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্ত করতেই একটি মহল এমন অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাই অবিলম্বে সকল ষড়যন্ত্র বন্ধ করা ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা মিয়া, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মহসিন, ১,২ ও ৩নং ওয়ার্ড (নারী) ইউপি সদস্য নার্গিস বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ড (নারী) ইউপি সদস্য নাজমা বেগম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনাস্থা জানিয়ে গত ২৫ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনও’র কাছে লিখিত আবেদন করেন ওই ইউনিয়নের ৮জন ইউপি সদস্য।