মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » ভোলার দৌলতখানে অগ্নিকান্ডে ৪টি দোকান ভষ্মিভূত
ভোলার দৌলতখানে অগ্নিকান্ডে ৪টি দোকান ভষ্মিভূত
লালমোহন বিডিনিউজ, ভোলা সংবাদদাতা :ভোলার দৌলতখানে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৮ লক্ষ টাকার। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১ টায় উপজেলার খায়েরহাট বাজারে এই ঘটনা ঘটে। এরপর রাত ২টায় দৌলতখান ও বোরহানউদ্দিনের ফায়ার সার্ভিস যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
পুলিশ জানায়, খায়েরহাট বাজারের হাসিমের চা দোকানের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় পাশ্ববর্তী শামিমের চালের দোকান, ইব্রাহিমের বেডিং এবং আঃ মতিনের কাপরের দোকান ভষ্মিভূত হয়। এই ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।