সোমবার, ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ৯৯৯ এ কল দিয়ে ধরা দিলো ওয়ারেন্টের আসামী!
৯৯৯ এ কল দিয়ে ধরা দিলো ওয়ারেন্টের আসামী!
সালাম সেন্টু : জাতীয় জরুরি সেবা ৯৯৯এ কল দিয়ে নিজেই পুলিশের কাছে ধরা দিলেন চুরি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মো: মিরাজ (২২)।
মিরাজ ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম ফাতেমাবাদ গ্রামের আবদুর রহিমের ছেলে।
লালমোহন থানার এসআই জাহিদ হাসান জানান, মিরাজ জিআর ১৫০/১৯ মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। রবিবার বিকেলে সে জাতীয় জরুরি সেবা ৯৯৯এ কল দিয়ে স্বেচ্ছায় ধরা দেয়ার কথা জানায়। পরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় আনা হয়। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
আলাপকালে মিরাজ জানায়, পাশ্ববর্তী বাড়ির একজনের করা মামলায় ছয়মাস হাজিরা দিয়েছে সে। এরমধ্যে একটি হাজিরায় সঠিক সময়ে আদালতে উপস্থিত থাকতে না পারায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। কয়েকদিন পালিয়ে থাকলেও আর নিজেকে লুকিয়ে রাখতে ভাল লাগছিল না। তাই জরুরি সেবা ৯৯৯এ কল দিয়ে নিজেই ইচ্ছাকৃত ধরা দিলেন।