রবিবার, ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমােহনে ইউনিয়ন পরিষদের জমি উদ্বারের দাবিতে মানববন্ধন
লালমােহনে ইউনিয়ন পরিষদের জমি উদ্বারের দাবিতে মানববন্ধন
লালমাহন-তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের ভূমি জবর দখলকারীদর হাত থেকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
শনিবার দুপুরে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হােসেন মুরাদ অভিযোগ করেন, ফরাজগঞ্জ মৌজার জেএল নং ২৩, খতিয়ান নং ৯৯, ১০১, ১০০২ ও ৩১৯২/৩১৯৩/৩১৯৪/৩১৯৫/৩১৯৭ দাগে ইউনিয়ন পরিষদের মালিকানাধীন ও লিজকৃত ১ একর ভূমি দখল করে দোকানপাট নির্মাণ করেছেন স্থানীয় জাফর বাকলাই, ফরিদ, মহিষ মিজান, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য পারভেজ, ১নং ওয়ার্ড ইউপি সদস্য লাইজুসহ আরও কয়েকজন। এ বিষয়ে বিভিন্ন মহলে লিখিত অভিযোগ করেও কোনও প্রতিকার পাওয়া যায়নি।
তাই মানববন্ধন থেকে ইউনিয়ন পরিষদের বেদখল ভূমি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।
এসময় প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ মোস্তফা, ইউপি সদস্য মোঃ মহসিন, সংরক্ষিত নারী ইউপি সদস্য নারগিস বেগম, রোকেয়া বেগম, নাজমা বেগম, সাবেক ইউপি সদস্য মোঃ বজলুসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ পারভেজ বলেন, চেয়ারম্যানের অন্যায়ের বিপক্ষে অবস্থান করায় তার বিরুদ্ধে অপবাদ দেয়া হচ্ছে।