বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, ভাইস চেয়ারম্যান (মহিলা) মাসুমা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।