বুধবার, ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জেলায় আবারও শ্রেষ্ঠ ওসি হলেন লালমোহন থানার মুরাদ || লালমোহন বিডিনিউজ
জেলায় আবারও শ্রেষ্ঠ ওসি হলেন লালমোহন থানার মুরাদ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলা জেলায় পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
বুধবার সকালে ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স অফিস সম্মেলন কক্ষে ফেব্রুয়ারী মাসের মাসিক কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রতি মাসে জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে কাজ করার স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা প্রদান করা হয়।
এর আগেও ৪বার জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আব্বাস উদ্দিন প্রমুখ।
এদিকে ভোলা জেলায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করায় জেলা পুলিশ সুপারসহ উর্ধতন কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই অর্জনে সহকর্মীরা প্রেরণা পাবে। পাশাপাশি নিজের দায়িত্ববোধ আরো বেড়ে গেল। সর্বপরি লালমোহনবাসীর প্রতি রইল নিরন্তর শুভ কামনা।