বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ উদযাপন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ উদযাপন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : “মুজিবর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সিপিপি সদস্যদের অংশগ্রহণে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ।
দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা (পিআইও) সোহাগ ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান প্রমুখ।