সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আর্সেনিক স্ক্রিনিং বাস্তবায়নে অবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে আর্সেনিক স্ক্রিনিং বাস্তবায়নে অবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : “ভাল থাকার উপায় জানি, সকল কাজে নিরাপদ পানি” প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহের লক্ষে আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ও ভোসড’র সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০জন প্রশিক্ষণার্থী কে আর্সেনিক স্ক্রিনিং প্রশিক্ষণ দেয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ আলম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন প্রমূখ।