রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে মাকে মারধরের অভিযোগ উঠেছে মো: পারভেজ নামে এক সন্তানের বিরুদ্ধে।
পারভেজ উপজেলার বদরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সাতবারিয়া গ্রামের চৌকিদার বাড়ির মৃত আলী হোসেনের ছেলে।
মা লিলু বেগম বলেন, পারভেজ একের পর বিয়ে করে স্ত্রী সন্তান ফেলে রাখে। এভাবে চারটি বিয়ে করেছে সে। এরমধ্যে প্রথম স্ত্রীর ঘরে একটি ছেলে রয়েছে। ওই ছেলের কোনও ভরণ পোষণ না দেয়ায় তাকে নিজের কাছে রেখেছেন লিলু বেগম।
এরপরও ছেলেকে প্রায়ই কারণে অকারণে মারধর করতো পারভেজ। এসবে বাঁধা দিতে গিয়ে পারভেজের হাতে একাধিকবার মারধরের শিকার হয়েছেন মা লিলু বেগম।
লিলু বেগম বলেন, পারভেজের রডের আঘাতে পা ভেঙে গিয়েছিল তার। এখনও সেই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন তিনি।
এদিকে স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, পারভেজ খুবই উচ্ছৃঙ্খল প্রকৃতির। প্রায় প্রতিদিনই মায়ের সাথে তাকে ঝগড়া করতে দেখেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতো।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোঃ পারভেজ।
এদিকে মায়ের সাথে পারভেজের এমন আচরণ দেখলে ভবিষ্যতে প্রজন্ম ও খারাপ হয়ে যাবে। তাই পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।