মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » সকল ধর্ম-বর্ণের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
সকল ধর্ম-বর্ণের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের সকল ধর্ম বর্ণের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর শাসনামলে দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে রয়েছে। তাঁর সুযোগ্য নের্তৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রয়েছে।
মঙ্গলবার রাতে তজুমদ্দিন উপজেলার প্রভুপাত শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারীর (অনিল বাবাজি) ২৩ তম তিরোধান উৎসব পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ আরো অনেকে।