সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মোটরসাইকেল ছিনতাইকারী আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহনে মোটরসাইকেল ছিনতাইকারী আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে শহিদুল ইসলাম হৃদয় (৩০) নামে এক মটরসাইকেল ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। সে লালমোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ড কালিরটেক এলাকার মৃত আবু তাহের পাটওয়ারীর ছেলে।
জানা যায়, সোমবার বিকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার থেকে মো. মোক্তার নামে এক মোটরসাইকেল চালককে ভাড়া করে ফরাজগঞ্জ ইউনিয়নের সাতানি বাজার আসে হৃদয়। সুযোগে নির্জন স্থান পেয়ে চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হৃদয়। এসময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং চালকের কাছ থেকে ঘটনা শুনে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
সংবাদ পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে হৃদয়কে আটক করে থানায় নিয়ে আসে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে থানায় আনা হয়েছে এবং বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।