বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন || লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন || লালমোহন বিডিনিউজ
লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে তৃণমূল পর্যায়ের খামারিদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীতে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন, ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)র সহযোগিতা এক দিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল, প্রকল্প কর্মকর্তা সোহাগ ঘোষ, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ আরো অনেকে।
প্রদর্শনীতে উন্নত জাতের হলেস্টিয়ান গরু, তোতাপুরি, শংকর জাতের ছাগল, ভেড়া, কবুতর কিং ও সিরাজী, ময়ূরপঙ্খী, রাজহাঁস, চীনা হাঁস, দেশি হাঁস-মুরগী ও তিনটি ভেটেরিনারি ঔষধের পরামর্শ স্টলসহ ৪৫টি স্টল বসেছে।