বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারকে প্রেসক্লাবের সংবর্ধনা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারকে প্রেসক্লাবের সংবর্ধনা || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেলুর রহমান এর বদলীজনিত কারণে তাঁকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে লালমোহন প্রেসক্লাব।
বৃহস্পতিবার রাতে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ, ওসি তদন্ত এনায়েত হোসেন, করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান লিপু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহীন কুতুব।
পরে অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিকরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক সালাম সেন্টু, সহ-দপ্তর সম্পাদক আরিফ তুষার, ক্রীড়া সম্পাদক অপু হাসান, বার্তা সম্পাদক হাসান পিন্টু, আইসিটি বিষয়ক সম্পাদক শংকর মজুমদারসহ উপজেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।