বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ‘ছন্দপতন’ বইয়ের মোড়ক উন্মোচন || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ‘ছন্দপতন’ বইয়ের মোড়ক উন্মোচন || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ছন্দপতন নামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মধুময় প্রেম পরবর্তী দূর্ঘটনায় প্রেমিকার মৃত্যু, আর পরপারে চলে যাওয়া প্রেমিকার শোকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া প্রেমিকের কাহিনী নিয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর লেখা বইটির মোড়ক উন্মোচন করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান।
বৃহস্পতিবার রাতে লালমোহন প্রেসক্লাব কার্যালয়ে ছন্দপতন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, বইয়ের লেখক ও থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, ওসি তদন্ত এনায়েত হোসেন, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি, সহ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।