মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলা | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জেলা দাবায় চ্যাম্পিয়ন লালমোহন উপজেলা দলকে ক্রীড়া সংস্থার সংবর্ধনা || লালমোহন বিডিনিউজ
জেলা দাবায় চ্যাম্পিয়ন লালমোহন উপজেলা দলকে ক্রীড়া সংস্থার সংবর্ধনা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা জেলা দাবা লীগে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করায় লালমোহন উপজেলা দাবা দলকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
মঙ্গলবার দুপুরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইউএনওর কার্যালয়ে ভোলা জেলার দাবা লীগের অপরাজিত চ্যাম্পিয়ন (গ্রুপ) ও বোর্ড চ্যাম্পিয়ন মাহমুদ হাসানকে সম্মাননা ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
জানা যায়, ভোলা জেলা দাবা লীগ ২০২১ এ অংশগ্রহণ করে লালমোহন উপজেলার পক্ষ থেকে “লালমোহন ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠান”। গ্রুপ পর্যায়ে ও এককভাবে উভয় ক্যাটাগরিতে লালমোহন উপজেলা চ্যাম্পিয়ন হয়। এককভাবে চ্যাম্পিয়ন হয় মাহমুদ হাসান। গ্রুপ চ্যাম্পিয়ন হয় শওকত আলী হেলাল, মাহমুদ হাসান, আব্দুল জলিল, মো: জাকির ও মাহিদুল ইসলাম মহিন। লালমোহন দলের কর্মকর্তা হিসেবে ছিলেন মো: জাকির হোসেন।
মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ভোলা জেলা পুলিশ এর ব্যবস্থাপনায় এ দাবা লীগ অনুষ্ঠিত হয়। লালমোহন চ্যাম্পিয়ন হওয়ায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা ও প্রাইজমানি বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন, অতিরক্তি সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার, লালমোহন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জসিম জনি, ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ রাকিব।