শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ২০২পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ২০২পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ২০২ পিস ইয়াবাসহ মোঃ সজিব বেপারী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড পাঁচকুড়ি হাওলাদার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। সজীব বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কুতুবা গ্রামের মোঃ বাবুল বেপারির ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি চৌকস দল পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সজীব কে আটক করতে সক্ষম হন। তবে সজীবের সহযোগী ফরাজগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড কিশোরগঞ্জ গ্রামের আবুল বাশারের ছেলে মোঃ ইমরান হোসেন মুন্না পালিয়ে যায়।
এসময় সজীবের কাছ থেকে ২০২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।