বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সেলিনা হায়াৎ আইভীকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী || লালমোহন বিডিনিউজ
সেলিনা হায়াৎ আইভীকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১০টায়, গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী। রাজধানীর গণভবন ও ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়। এরপর, নবনির্বাচিত ৩৬জন কাউন্সিলরকে শপথ পড়ান মেয়র।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের জয় হয়েছে নারায়ণগঞ্জে। উন্নয়নের গতিধারা যেন থেমে না যায় সে দিকে লক্ষ্য রাখতে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের আহ্বান জানান সরকারপ্রধান। এসময় অভিনন্দন জানান, মেয়রসহ নবনির্বাচিত কাউন্সিলরদের।
মুচলেকা দিয়ে তারেক রহমান দেশ থেকে চলে গিয়েছিলেন মন্তব্য করে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, সাজাপ্রাপ্ত আসামি যে দলের চেয়ারম্যান, সেই দলকে জনগণ কেন ভোট দিবে? দেশের উন্নয়নের ধারা যেন প্রজন্মের পর প্রজন্ম অব্যাহত থাকে সে ব্যবস্থা সরকার করে যাচ্ছে বলে জানান বঙ্গবন্ধুকন্যা।
গত ১৬ই জানুয়ারি নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৬৭ হাজার ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো সিটি মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।
১৬ই জানুয়ারি নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৬৭ হাজার ভোটের ব্যবধানে তৃতীয়বার সিটি মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। এ ছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। ২৭ জানুয়ারি এই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়।