বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু || লালমোহন বিডিনিউজ
দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু || লালমোহন বিডিনিউজ
এছাড়া সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৮৭১টি ল্যাবে ৪২ হাজার ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ১৬ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে দাঁড়াল।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭২৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৮৬ দশমিক ৫৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৩৩ জনের ২৪ জন পুরুষ এবং ৯ জন নারী। মৃতদের মধ্যে ১৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। আর চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪, খুলনা বিভাগে ২, বরিশাল বিভাগে ১, সিলেট বিভাগে ২, ময়মনসিংহে ২ জন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।