সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » এমপি শাওন’র মায়ের সুস্থতা কামনায় লালমোহন প্রেসক্লাবে দোয়া || লালমোহন বিডিনিউজ
এমপি শাওন’র মায়ের সুস্থতা কামনায় লালমোহন প্রেসক্লাবে দোয়া || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন প্রেসক্লাবের সম্মানিত সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর মাতা হোসনে আরা চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহন প্রেসক্লাবে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন প্রেসক্লাবের আয়োজনে সোমবার মাগরিববাদ প্রেসক্লাব কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মাওলানা আজিম উদ্দিন।
দোয়া মোনাজাতে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, সাধারণ সম্পাদক জসিম জনি, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিনসহ প্রেসক্লাবের সকল সদস্য ও উপজেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এর মাতা হোসনে আরা চৌধুরী।