রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহনে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ইসমাত জাহান লুবাবা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লুবাবা ধলীগৌরনগর ইউনিয়নের রাজন আলী পাটওয়ারী বাড়ীর মোঃ রাহেল পাটওয়ারীর মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায়, পরিবারের পক্ষ থেকে লুবাবার বিয়ে ঠিক করলে তাতে নারাজ ছিল সে। তারই জের ধরে রবিবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেয় লুবাবা।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লুবাবার লাশ থানায় আনে পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলায় প্রেরণ করা হয়েছে।