সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গৃহহীনদের ঘর নির্মাণে টাস্কফোর্স কমিটির সভা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে গৃহহীনদের ঘর নির্মাণে টাস্কফোর্স কমিটির সভা || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।