সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছেন প্রধানমন্ত্রী-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছেন প্রধানমন্ত্রী-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড (এসডিজি) অর্জনে দক্ষ মানবসম্পদ তৈরির কোনও বিকল্প নেই। যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে লালমোহন হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, মহামারি করোনায় শিক্ষার্থীদের সুরক্ষা প্রদানের লক্ষে প্রত্যন্ত অঞ্চলেও টিকা কার্যক্রম নিশ্চিত করেছেন। আওয়ামীলীগ সরকার যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনই দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়।
এর আগে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা কমিটির সভা ও মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এমপি শাওন।
অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল আমিন শাহাজান এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, মহাবিদ্যালয়ের সভাপতি মেজবাহ উদ্দিন আরজুসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবগণ।