শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » ভোলার মনপুরায় আ’লীগের দুই গ্রুপের সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, জনমনে আতংক
ভোলার মনপুরায় আ’লীগের দুই গ্রুপের সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, জনমনে আতংক
লালমোহন বিডিনিউজ, হেলাল, মনপুরা :ভোলার মনপুরা উপজেলায় আ’লীগের দুই গ্রুপের ফের সংঘাত এড়াতে প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজার, মৎস্য ঘাট ও আশেপাশের এলাকায় ৩১ অক্টোবর শনিবার ভোর ৬ টা থেকে এই আদেশ জারি করেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ হোসেন খান। এদিকে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোলা জেলা হতে ৫০ জন অতিরিক্ত রির্জাভ পুলিশ সকালে মনপুরা এসে পৌছেছে বলে থানা সূত্রে জানা যায়। এমন পরিস্থিতিতে ওই এলাকায় জনমনে আতংক বিরাজ করছে।
জানা যায়, ৩১ অক্টোবর শনিবার আহত উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার চিকিৎসা শেষে ভোলা হতে মনপুরায় আসবেন।এই সংবাদে আহত চেয়ারম্যানকে স্বাগত জানাতে শুক্রুবার কলাতলীচরে মসজিদগুলোতে বাসিন্দাদেরকে রামনেওয়াজ ঘাটে আসতে বলে চেয়ারম্যান সমর্থকরা। অন্যদিকে একইদিনে অপর গ্রুপ ইউনিয়ন আ’লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি সদস্য আমানত উল্লাহ আলমগীর মেম্বারের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করে। আ’লীগের দুই পক্ষই ব্যাপক শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছিল। এম পরিস্থিতিতে ফের সংর্ঘষ বেঁধে যাওয়ার আশংকায় প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আলী জানান, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ হোসেন খান জানান, রামনেওয়াজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর মনপুরার রামনেওয়াজ মৎস্য ঘাটে ঢাকার পার্টস ব্যবসায়ীর টাকা উঠানোকে কেন্দ্র করে দুই গ্রুপ দফায় দফায় সংর্ঘষে লিপ্ত হয়। সংর্ঘষে দুই গ্রুপের ২৭ জন আহত হয়। এতে গুরুত্বর আহত আলমগীর মেম্বারকে ঢাকায় ও আলাউদ্দিন চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় প্রেরণ করা হয়।