বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » দেড় যুগ শেষ; অবশেষে চেয়ারম্যান পদ হারাচ্ছেন তিনি || লালমোহন বিডিনিউজ
দেড় যুগ শেষ; অবশেষে চেয়ারম্যান পদ হারাচ্ছেন তিনি || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রায় ১৯ বছর পর পদ হারাচ্ছেন পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ। ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারী নির্বাচনে প্রথম জয়ী হয়েছিলেন তিনি।
এরপর মেয়াদ উত্তীর্ণ হলে নির্বাচন ছাড়া পদে বহাল থাকতে একের পর এক ব্যক্তিদের দিয়ে বিভিন্ন মামলা করে নির্বাচন বন্ধ করে রেখেছিলেন আবু ইউসুফ।
ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ ইউপি সদস্য। তবুও নির্বাচনের দেখা মিলেনি এ ইউনিয়নে।
এরমধ্যে গত ২০১৯ সালের ২২ সেপ্টেম্বরে কাউকে না জানিয়ে ভারতে যান তিনি। দেশে ফেরেন ওই বছরের ৬ অক্টোবর (ইমিগ্রেশন বিশেষ পুলিশের শাখার তথ্যানুযায়ী)। এছাড়াও ইউনিয়ন পরিষদের বাৎসরিক সভা ও মাসিক সভা করার কথা থাকলেও তা নিয়মিত করেননি চেয়ারম্যান আবু ইউসুফ। এমন নানাবিধ অভিযোগ তুলে এক ইউপি সদস্যের আবদনের প্রেক্ষিতে ২০২০ সালের ২৭ জানুয়ারি
চেয়ারম্যান আবু ইউসুফকে ৩ মাসের জন্য বহিষ্কার করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।
পরে সেই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন চেয়ারম্যান ইউসুফ। ওই রিটের শুনানিতে বহিষ্কারাদেশ তিন মাসের জন্য স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট।
অবশেষে গত ২৫ নভেম্বর ২০২১ ইং তারিখে চেয়ারম্যানের করা ওই রিটটি খারিজ করে দেন আদালত। বিচারপতি এম. এনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এতে করে চেয়ারম্যান পদ থেকে আবু ইউসুফ কে করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বহিষ্কারাদেশটি বহাল থাকে।
তবে হাইকোর্টের রায়ের বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, আমার বিরুদ্ধে কোনো বহিষ্কারাদেশ দেয়া হয়নি। আমি এখনও চেয়ারম্যান পদে বহাল রয়েছি।
এদিকে মামলা আর রীটের পর রীট করে পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ রাখায় ক্ষোভে ফুঁসছে ওই এলাকার জনগণ।