মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউপি নির্বাচনে আচরণবিধি অবহিতকরণ সভা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইউপি নির্বাচনে আচরণবিধি অবহিতকরণ সভা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধি : ৭ম ধাপে অনুষ্ঠিতব্য ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার আমীর খসরু গাজী’র সভাপতিত্বে সভায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদসহ আরও অনেকে।
উল্লেখ্য, এবার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন ও সাধারণ সদস্য পদে ৪৬জন সংরক্ষিত নারী সদস্য পদে ১৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১০ ফেব্রুয়ারী এ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।