রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশন দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন || লালমোহন বিডিনিউজ
চরফ্যাশন দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুল সিকদার, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে আনন্দঘন পরিবেশে দলীল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবদুল্লাহ আল মাহমুদ পাটওয়ারী পেয়েছে ১৯ভোট। মোঃ মহসীন পাটওয়ারী ৩৩ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী শরীফ পাটওয়ারী পেয়েছে ২৯ ভোট। মোশারফ পাটওয়ারী ২৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ হেলাল পাটওয়ারী পেয়েছেন ২৫ ভোট । দক্ষিণ ফ্যাশন গ্রামে ৯নং ওয়ার্ডের মোঃ মাকসুদ পাটওয়ারী ৪২ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আলীগাও গ্রামের মাকসুদ পাটওয়ারী পেয়েছে মাত্র ২০ ভোট।
এছাড়াও বিনা প্রতিদ্বন্ধীতা আকবর পাটওয়ারী সহ-সভাপতি, আঃ রাজ্জাক পাটওয়ারী, যুগ্ন সম্পাদক, আঃ আজিজ পাটওয়ারী প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। চরফ্যাশন উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচনে আজ সাব-রেজিষ্টার অফিসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সমিতির নির্বাচনে ৪জন সিনিয়র পাটোয়ারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।