বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন থানা পরিদর্শনে ডিআইজি এসএম আক্তারুজ্জামান || লালমোহন বিডিনিউজ
লালমোহন থানা পরিদর্শনে ডিআইজি এসএম আক্তারুজ্জামান || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
বুধবার দুপুরে থানায় পৌঁছালে ডিআইজি এসএম আক্তারুজ্জামানকে ফুল দিয়ে বরণ করেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এবং থানার একটি সুসজ্জিত দল তাঁকে সালামি প্রদান করেন।
পরে থানার প্যারেড গ্রাউন্ড, ভবনের চারপাশের পরিবেশ, থানার বিভিন্ন সেবা ডেস্ক, দাপ্তরিক নথিপত্র পরিদর্শন শেষে থানা ভবনের ফটকে ক্রিসমাস ট্রি রোপণ করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএমআক্তারুজ্জামান।
এদিন লালমোহন উত্তর বাজার বায়তুর রেদোয়ান জামে মসজিদে জোহর নামাজে অংশগ্রহণ করে মুসল্লিদের সাথে মতবিনিময় করেন ডিআইজি।
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ পুলিশ সুপার কাজী ছোয়াইব, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, থানার ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।