শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ডিসেম্বরে বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা’: স্বাস্থ্যমন্ত্রী
ডিসেম্বরে বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা’: স্বাস্থ্যমন্ত্রী
লালমোহন বিডিনিউজ,সোহেল ঢাকা :আসন্ন বিজয়ের মাস ডিসেম্বরে সারাদেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে এক সচেতনতা র্যালির উদ্বোধনকালে এ ঘোষণা দেন তিনি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ক্যাম্ব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ, ইএইচআরডি ক্যান্সার সাপোর্ট সেন্টারসহ বিভিন্ন বেসরকারি সংগঠন এ র্যালিতে অংশ নেয়।
সমাজের সব পর্যায় থেকে মা-বোনদের সচেতন করে তুলতে পারলে স্তন ক্যান্সার প্রতিরোধ সম্ভব উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগামী বিজয়ের মাসে সকল সরকারি হাসপাতালে স্তন ক্যান্সার নির্ণয়ে মনোগ্রাম পরীক্ষা বিনামূল্যে করা হবে। মা-বোনেরা ডিসেম্বর মাসজুড়ে এ সেবা পাবেন।’ স্তন ক্যান্সার চিকিৎসায় পর্যায়ক্রমে সব সরকারি হাসপাতালে একটি করে সেন্টার স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘স্তন ক্যান্সার প্রাথমিক স্তরে ধরা পড়লে এটি প্রতিকার সম্ভব। তাই সকলের মাধ্যমে মা-বোনদের সচেতন করে তুলতে হবে যেন তারা নিয়মিত পরীক্ষা করেন। শুরুতে ধরা পড়লে চিকিৎসা নিলে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।’ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ এরই মধ্যে পোলিও, ম্যালেরিয়ামুক্ত হয়েছে। ইবোলা দেশে প্রবেশই করতে পারেনি। মাতৃ ও শিশু মৃত্যুহার কমিয়ে পুরস্কার অর্জন করেছে। যে কোনো কিছুতে সম্মিলিত লড়াই করলে বাঙালি জয়ী হতে পারে।
তেমনিভাবে ক্যান্সারকেও আমরা একদিন জয় করতে পারব।’ প্রতি বছর সারাদেশে প্রায় ৯ হাজার নারী স্তন ক্যান্সারে মারা যায় বলে র্যালি থেকে জানানো হয়। অনেক নারী স্তন ক্যান্সার জানার আগেই মারা যান। আর বেশিরভাগ ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে ধরা পড়ে বলে মৃত্যুর হারও বেশি। আবার অনেকক্ষেত্রে নারীরা স্তন ক্যান্সার হয়েছে জানতে পারলেও অর্থনৈতিক কারণে সুচিকিৎসা নিতে পারেন না। তাই স্তন ক্যন্সার চিকিৎসাকে আরও সহজলভ্য করার দাবি জানানো হয় র্যালি থেকে। এ সময় আরও উপস্থিতি ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রমুখ।