মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কোর্ট-কাচারী | চট্টগ্রাম | জাতীয় | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি বদির দুর্নীতির মামলা চলবে : হাইকোর্ট || লালমোহন বিডিনিউজ
কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি বদির দুর্নীতির মামলা চলবে : হাইকোর্ট || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুর্নীতির মামলা চলবে বলে জানিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেয়া হয়েছে।
গত পহেলা সেপ্টেম্বর সাবেক এমপি বদির পক্ষে প্রথমে অভিযোগ গঠন বাতিলের আবেদন করেন তার আইনজীবী, পরে সম্পূরক আবেদনও করা হয়। দুদকের আইনজীবী তখন জানিয়েছিলেন, গত ২২শে সেপ্টেম্বর আবেদনটি জমা দেওয়া হয়েছে। এর আগে ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৭ই ডিসেম্বর দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, দুদক আইনে বদির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। দীর্ঘদিন স্থগিত থাকার পর ২০১৭ সালে এ মামলার কার্যক্রম সচল হয়। মামলায় ২০২০ সালের ১৩রা সেপ্টেম্বর তার অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে আদেশ দেয় চট্টগ্রামের বিচারিক আদালত। ঐ আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন বদি। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।