শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ‘স’ মিল মালীকদের খামখেয়ালি পনায় ” প্রান গেল স্কুল শিক্ষক মতিলাল বাবুর
লালমোহনে ‘স’ মিল মালীকদের খামখেয়ালি পনায় ” প্রান গেল স্কুল শিক্ষক মতিলাল বাবুর
লালমোহন বিডিনিউজ,এম,আর পারভেজ : ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়ঁচাদ বাজার সংলগ্ন রায়ঁচাদ টু কর্তার হাট সরকের পাশে দু’ টি গাছ ভাঙ্গানোর ‘স’ মিল ব্যবসা দেন ওই এলাকার শাহাবুদ্দিন ওশাহেআলম এবং রায়ঁচাদ বাজার সং লগ্ন উত্তর পাশের সড়কের পাশে আরেকটি ‘স’ মিল এর মালীক চরউমেদের আঃ খালেক। তাদের খামখেয়ালিপনায় প্রান দিতে হল পূর্ব রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যলয়ের শিক্ষক মতিলাল বাবুর ,ও আহত হয়ে পঙ্গুত্ত বরন করেন রায়ঁচাদ ৬নং ওয়ার্ডের সেকান্তর মেম্বার বাড়ীর মৃত মজিবুল হকের ছেলে সুলতান আহমদ (৬০)। সরেজমিন ও এলাকা বাসির সূত্রে জানা যায়। রায়ঁচাদ বাজার সংলগ্ন কর্তার হাট সরকের পাশের শাহাবুদ্দিন ও সাহেআলমের ‘স’ মিলের সামনে যাতায়াত সড়কের দু পাশের জায়গা দখল করে গাছ রেখে যাতায়াতের পথে বিগ্ন সৃষ্টি করে আছে মাসের পর মাস,এ সরক দিয়ে প্রতিদিন যাত্রী বাহি বাস,ট্রাক,টেম্পু,মটর সাইকেল রিক্য্রা সহ শত শত যানবাহন চলাচল করে,কিন্তু সরকের দু পাশে গাছ রাখার কারনে সরক সংকিন্ন হওয়ায় যানবাহন আসলে পথচারিরা দারিয়ে থাকতে পারেনা। এ কারনে এই সব ‘স’ মিল এর সামনে প্রতি নিয়ত দূর্ঘটনা ঘটে যচ্ছে,গত ২৭ অক্টবর মঙ্গলবার বিকালে স্কুল শিক্ষক মতিলাল বাবু ঐ খানে দূর্ঘটনায় কবলিত হয়ে নিহত হন,এবং গত মার্চে সেকান্তর মেম্বার বাড়ীর সুলতান আহমেদ (৬০) একই স্থানে দূর্ঘটনায় কবলিত হয়ে পঙ্গুত্ত বরন করেন । সড়কে গাছ রাখার কারনে বড় বড় যানবাহন আসলে ছোট ছোট যানবাহন ও পথচারিরা জীবনের যুকি নিয়ে চলতে হয়। এ সড়কে ছেট বড় অনেক দূর্ঘটনা ঘটলে ও ‘স’ মিল মালিকরা তাদের ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি যাতায়াত সরকের পথ বন্ধ করে তাদের ব্যবসা চালিয়ে যাচেছ জমজমাট ভাবে এলাকা বাসির প্রশ্ন তাদের খুটির জোর কোথায় ? স্কুল শিক্ষক মতিলাল বাবুর মৃত্যুর জন্য দায়ী এ ‘স’ মিল মালিকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান ঐ স্কুলের ছাত্রছাত্রী,শিক্ষক ও এলাকার সচেতন মহল।