রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জাটকা ইলিশ ও জাল জব্দ || ৪ জেলের জরিমানা
লালমোহনে জাটকা ইলিশ ও জাল জব্দ || ৪ জেলের জরিমানা
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে জাটকা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
গত রোববার সকাল থেকে দুপুর পযন্ত উপজেলার মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।
অভিযান কালে চার জেলেকে আটক, পাঁচ হাজার মিটার জাল ও ৩০ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা ও মাছ গুলোকে একটি এতিমখানায় বিতরণ করা হয়।
আটক চার জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরা হচ্ছেন, মোঃ মঞ্জু, হেলাল উদ্দিন, ইউনুস মিয়া, লোকমান হোসেন।