বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » দুর্গম চরেও বিদ্যুতের আলো বঙ্গবন্ধু কন্যার অবদান-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
দুর্গম চরেও বিদ্যুতের আলো বঙ্গবন্ধু কন্যার অবদান-এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’। তাই দুর্গম চরের সাড়ে আট হাজার পরিবারে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। উত্তাল মেঘনার বুকে ভেসে ওঠা চরের বাসিন্দারা আজ বিদ্যুতের আলোয় আলোকিত। এটা শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বারাই সম্ভব।
বুধবার দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের চর মোজাম্মেলে বিদ্যুৎ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়। এসময় চর মোজাম্মেলে শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল পর্যায়ে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
পরে চরের শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার (জিএম) আলতাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদল্যা কিরণ, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, মলংচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুল, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেলসহ আরো অনেকে।
উল্লেখ্য, মেঘনার তলদেশ দিয়ে ৩৮ কিলোমিটার এলাকায় ৪টি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে উপজেলার চর মোজাম্মেল, চর জহিরুদ্দিন, চর লাদেন, চর তেইল্যা ও চর শাওনকে বিদ্যুতের আওতায় আনা হয়। আর বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে উত্তাল মেঘনা বেষ্টিত পাঁচ চরের বাসিন্দারা।