রবিবার, ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বৈশ্বিক করোনার মধ্যেও যথাসময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা || লালমোহন বিডিনিউজ
বৈশ্বিক করোনার মধ্যেও যথাসময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতিকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাতে শিক্ষার কোনও বিকল্প নেই। তাই দেশের প্রজন্মকে সুশিক্ষিত করে তুলতে প্রতিটি বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক করোনার মধ্যে উন্নত রাষ্ট্রগুলো যখন তাদের অর্থনীতি নিয়ে শঙ্কিত, তখনও সাধারণ শিক্ষার্থীদের হাতে যথাসময়ে বিনামূল্যে নতুন বই তুলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
রবিবার সকালে লালমোহন বালিকা মাধ্যমিক ও সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, পৃথিবীর কোনও রাষ্ট্র এভাবে বিনামূল্যে সাধারণ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়না, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে বই তুলে দিচ্ছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি দেশের ২৭হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণসহ কয়েক ধাপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছেন। জাতির জনকের কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিনসহ আরও অনেকে।