শনিবার, ১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ছেলের গরু চুরির ঘটনা পোস্ট করায় যুবককে পেটালেন বাবা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ছেলের গরু চুরির ঘটনা পোস্ট করায় যুবককে পেটালেন বাবা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহনে রাতের আঁধারে গরুসহ আটকের ঘটনা ফেসবুকে পোস্ট করায় ফখরুল নামে এক যুবককে মারধর করার ঘটনা ঘটেছে।
শনিবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত ফখরুল জানায় , গত শুক্রবার রাতে ৯নং ওয়ার্ডের সাদাপুল এলাকার ইকবাল ড্রাইভারের বাক প্রতিবন্ধী ছেলে মঞ্জু স্থানীয় কর্তারহাট বাজারে চোরাই গরুসহ আটক হয়।
এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভোলা লালমোহন নামে একটি পেজে পোস্ট করা হয়। সেখান থেকে নিজ আইডিতে শেয়ার দেয় ফখরুল।
শনিবার সকালে ফখরুলের ওই পোস্টটি নজরে পড়ে ইকবাল ড্রাইভারের। এতে সে ক্ষিপ্ত হয়ে ফখরুলকে বিদ্যুতের তার দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মারধরের বিষয়টি স্বীকার করে ইকবাল ড্রাইভার জানান, প্রায় মাসখানেক আগে তার পালিত একটি গরু চুরি হয়। এরপর থেকে ওই খুঁজতে থাকে তার বাক প্রতিবন্ধী ছেলে মঞ্জু।
গত শুক্রবার রাতে অজ্ঞাত এক ব্যাক্তি গরু পাওয়ার কথা বলে মঞ্জুকে কর্তারহাট বাজারে নিয়ে যায়। এ সময় স্থানীয় এক ব্যাক্তির চোরাই গরু মঞ্জুর হাতে তুলে দিতে গেলে স্থানীয় পাহারাদারের হাতে ধরা পড়ার ভয়ে অজ্ঞাত ওই ব্যাক্তি পালিয়ে যায়। ফলে গরুসহ স্থানীয়দের হাতে আটক হয় মঞ্জু। পরে মঞ্জুকে সেখান থেকে আনার পরপরই তাকে চোর উল্লেখ্য করে ফেসবুকে পোস্ট দেয় ফখরুল। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করতে গেলে সে উত্তেজিত হয়ে যায়। তাই তাকে চড় থাপ্পড় দিয়েছে বলে স্বীকার করেন ইকবাল ড্রাইভার।
এ ঘটনায় ওই এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে উত্তেজনা বিরাজ করছে।