বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনার তীরে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিলে সাড়ে চারটায় চৌমুহনী ঘাটের উত্তর পাশে নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
থানার এসআই রাজীব বড়ূয়া জানান, দুপুরের পর যে কোন সময় লাশটি চৌমুহনী ঘাটের উত্তর পাশের মেঘনায় শহর রক্ষা বাধেঁর সাথে জোয়ারের পানিতে এসে আটকা পড়ে। পরে স্থানীয়রা দেখে থানায় খবর দিলে লুঙ্গি ও ফুলহাতা গেঞ্জির উপরে কালো কটি পরিহিত লাশ উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, লাশটি ৩-৪ দিন পূর্বের হতে পারে। বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ এর মধ্যে হতে পারে। লাশের গায়ে সন্দেহজনক দৃশ্যমান কোন চিহ্ন পাওয়া যায়নি। এঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।