সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পুবালী ব্যাংক’র শাখা উদ্বোধন হচ্ছে বুধবার।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে পুবালী ব্যাংক’র শাখা উদ্বোধন হচ্ছে বুধবার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন ভোলা প্রতিনিধিঃ আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয়ে ভোলার লালমোহনে পুবালী ব্যাংক লিমিটেডের ৪৮৮তম শাখা কার্যালয়ের উদ্বোধন হচ্ছে আগামীকাল।
বুধবার সকাল বেলা সাড়ে ১১টায় পৌর শহরের প্রাণকেন্দ্র হাজী ইউসুফ প্লাজায় স্থাপিত এ শাখার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যাংকটির বরিশাল অঞ্চল প্রধান ও উপ-মহাব্যস্থাপক মোহাম্মদ মহসীন সরকার।
পুবালী ব্যাংক লালমোহন শাখা ব্যবস্থাপক আবু সুফিয়ান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ তরিকুল ইসলাম, বরিশাল শাখার সহকারী মহাব্যাবস্থাপক মুহাম্মদ আরিফ রব্বানী।